বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি চালু

১৭ জানুয়ারি, ২০২৩ | ৮:১৯ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে এবার শিক্ষাবৃত্তি চালু করছে সরকার। ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের পঞ্চম থেকে স্নাতক পর্যন্ত এ বৃত্তি দেওয়া হবে। এজন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে। নির্ধারিত ছক মেনে বৃত্তির জন্য আবেদন করতে হবে। প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাইয়ের পর মনোনীতদের প্রতি মাসে দুই হাজার করে বছরে ২৪ হাজার টাকা দেওয়া হবে। অঙ্কটা দুই হাজার কেন? প্রশ্নের জবাবে ফাউন্ডেশন চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘আমরা এটা দিয়ে শুরু করছি। এভাবে কিছুদিন চলুক। ভবিষ্যতে দেখা যাবে।’ এতদিন ক্রীড়া সংশ্লিষ্ট আহত, অসচ্ছল ও অসমর্থ ব্যক্তিদের সহায়তা দেওয়া হতো ফাউন্ডেশনের পক্ষ থেকে। বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণেরে আগে ফান্ড ছিল ১৭ কোটি টাকার। ২০১৮ সালে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা দেওয়া হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী আরও ২০ কোটি টাকা প্রদান করেছেন; যার চেক গতকাল হস্তান্তর করা হয়েছে। এখন ফাউন্ডেশনের ফান্ডে আছে ৬৭ কোটি টাকা। এ অর্থের মুনাফা ও প্রতি বছর সরকারের রাজস্ব বাজেট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ফাউন্ডেশন থেকে সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। ‘অসচ্ছল ক্রীড়াবিদদের সহায়তা, চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সাহায্য দিয়ে আসছে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন। এবার নতুন করে চালু করছি শিক্ষাবৃত্তি। আমাদের অনেক ক্রীড়াবিদ অর্থাভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারেন না। এই অর্থ তাদের সাহায্যে আসবে,’ চালু হতে যাওয়া শিক্ষাবৃত্তি সম্পর্কে বলছিলেন ফাউন্ডেশন চেয়ারম্যান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২০ কোটি ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশকে ১০ কোটি টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষে ফাউন্ডেশনের সচিব কৃষ্ণেন্দু সাহা ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান চেক গ্রহণ করেন। গত বছর ৩১ মার্চ কক্সবাজারে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু চারজাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টি ২০’ ফাইনালে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশকে ১০ কোটি টাকার স্থায়ী আমানত করে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ঘোষিত ১০ কোটি টাকার চেক গতকাল হস্তান্তর করা হয়। ওই আসরের চ্যাম্পিয়ন ফিজিক্যালি চ্যালেঞ্জড দলের প্রত্যেক সদস্যকে পাঁচ লাখ টাকা করে অর্থপুরস্কার দেন প্রধানমন্ত্রী।