মমতা-সৌরভ গাঙ্গুলির রুদ্ধদ্বার বৈঠক

১৭ জানুয়ারি, ২০২৩ | ৮:১৮ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

২০২২ সালে সৌরভ গাঙ্গুলির জন্মদিনে তার বাড়িতে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০২২ সালেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট। তবে তখন সঙ্গে ছিল তার মেয়ে সানাও। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, কোনো কাজের বিষয়ে কথা হয়নি। সোমবার হঠাৎ হাজির প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তারপরই রুদ্ধদ্বার বৈঠকে বসেন দুজন। মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠক চলে টানা ১৬ মিনিট। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টের সঙ্গে মুখ্যমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক নানা গুঞ্জনের জন্ম দিয়েছে। এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় নবান্নের ১৪ তলায় আসতেই তাকে নিজের ঘরে ডেকে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কী বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক তা কেউ খোলসা করেননি। সোমবার মুর্শিদাবাদে সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে কলকাতায় ফিরতেই বিকাল ৪টা নাগাদ সৌরভ গাঙ্গুলি আসেন নবান্নে। দুপক্ষের বৈঠকের পর মুখ্যমন্ত্রী রওনা দেন এসএসকেএম হাসপাতালে।