যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতায় যাবেন তা হতে দেব না

২২ মে, ২০২৫ | ১১:১৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

‘বিএনপি গত ১৬ বছর কী সেক্রিফাইস করেছে তা জনগণ জানে। দলটি যদি মনে করে যেনতেন একটা নির্বাচন দিয়ে ক্ষমতা দখল করবে, সেটা জুলাই বিপ্লবীরা হতে দেবে না। জুলাই বিপ্লবীরা ঘরে উঠে যায়নি। তারা আবার বের হলে বিএনপি পথ খুঁজে পাবে না।’ বৃহস্পতিবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী জোন সমাবেশের আয়োজন করে। সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের প্রধান তত্ত্বাবধায়ক নিজাম উদ্দিন, কেন্দ্রীয় নেতা শাহরিয়ার, খান মো. মোরছালিন, সারোয়ার, মিরাজ হোসেন, রবিউল ইসলাম, লাকি আক্তার, হিমেল, রিফাত খান প্রমুখ বক্তব্য দেন। বক্তরা বলেন, ‘বিএনপি দিল্লির প্রেসক্রিপশনে চলছে। দলটি ঘোলা পানিতে পাছ শিকার করতে চায়। আরেকটি এক এগারো সৃষ্টি করতে চায়। মব সৃষ্টি করে সড়ক বন্ধ করে জনগণকে দুর্ভোগে ফেলে বিচার বিভাগকে বাধ্য করে মেয়র বানিয়ে নিয়েছে। প্রশ্ন হলো অবৈধ ইলেকশনের মেয়র যদি ইশরাক হন, তাহলে হিরো আলমের দোষ কোথায়?’ তারা বলেন, ‘বিএনপি নির্বাচন নির্বাচন বলে জিকির করছে। কিন্তু দলটি স্থানীয় সরকার নির্বাচনকে ভয় পাচ্ছে। আপনারা যেনতেন নির্বাচন করে ক্ষমতায় যাবেন, তা আমরা হতে দেব না।’ বক্তারা বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে। তাই কমিশন পুনর্গঠন করতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে।’