দেশে আর লুটপাট চলতে দেওয়া যাবে না: আমীর খসরু

১৭ জানুয়ারি, ২০২৩ | ১২:০৪ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের ক্রয়ক্ষমতা সর্বনিম্নে নেমে এসেছে। দেশের মানুষের বিশাল অংশ দুইবেলা খাবার জোগান হচ্ছে না। আজকে বিভিন্নভাবে উচ্চদ্রব্যমূল্য, বিদ্যুৎ ও গ্যাসের উচ্চমূল্য ও উচ্চট্যাক্সের মাধ্যমে প্রতিনিয়ত দেশের সাধারণ মানুষের পকেট খালি করা হচ্ছে। এই টাকা ভোট চোরদের পকেটে যাচ্ছে। ভোট চোরেরা দেশের অর্থনীতি চুরি করে ফেলেছে। দেশের অর্থনীতি ভোট চোরদের হাতে। তারা দেশের তহবিল চুরি করেছে। তারা ১০ হাজার কোটি টাকার প্রকল্পকে ৩০ হাজার কোটি টাকার প্রকল্প বানিয়ে দেশের মানুষের অর্থ চুরি করে। দেশের দশ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এ কারণে দেশের রিজার্ভ শূন্যের কোঠার দিকে যাচ্ছে। সোমবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর দেশব্যাপী যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুতের মূল্য কমানোর দাবি এবং সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। বিএনপির সমাবেশ থেকে ১০ দফা দাবিতে ‘গণতন্ত্র হত্যা দিবসে’ আগামী ২৫ জানুয়ারি সারা দেশে সব মহানগর ও জেলা সদরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন খন্দকার মোশাররফ হোসেন। আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে একই কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোট ও এলডিপিও। সংবিধানে চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি। এ দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে ১০ দফা দাবিসহ বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ হয়। পরে একটি মিছিল কাকরাইলের নাইটেঙ্গল মোড় ঘুরে ফকিরেরপুল মোড় প্রদক্ষিণ করে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। আমীর খসরু বলেন, আজকের বাংলাদেশের মোট অর্থের এক শতাংশের কম মানুষের হাতে। বাকি টাকা ভোট চোরদের পকেটে যাচ্ছে। এই টাকা তারা বিদেশে পাচার করছে। দুবাই, লন্ডন, কানাডাসহ সারা বিশ্বে তাদের সম্পদের হিসাব বের হচ্ছে। এই লুটপাট আর চলতে দেওয়া যাবে না। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ। পরে বিক্ষোভ মিছিলে দলের স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান ছাড়াও অংশ নেন- দলের কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, শিরিন সুলতানা, রকিবুল ইসলাম বকুল, মাশুকুর রহমান মাশুক, মীর নেওয়াজ আলী, আমিরুল ইসলাম খান আলিম, আনিসুর রহমান তালুকদার খোকন, সাইফুল আলম নিরব, আকরামুল হাসান মিন্টু, মহিলা দলের আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান, মহানগর বিএনপির নবী উল্লাহ নবী, যুবদলের মামুন হাসান, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, রাজিব আহসান, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, তাঁতী দলের কাজী মুনীরুজ্জামান মুনীর, জাসাসের জাকির হোসেন রোকন, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।