কেমিক্যাল দিয়ে আম পাকানোয় ৫০ হাজার টাকা জরিমানা

২১ মে, ২০২৫ | ৯:০৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রামে কেমিক্যাল দিয়ে আম পাকানোর ঘটনায় শাজাহান আলী নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আহম্মেদপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান এ দণ্ড দেন। সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার আহম্মেদপুর বাজারে মঙ্গলবার অভিযান চালানো হয়। এ সময় মেসার্স দয়াল ট্রেডার্স আড়তে অপরিপক্ব আমে ইথোফেন নামের কেমিক্যাল মেশানোর সময় হাতেনাতে তা ধরা হয়। এর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৫ ধারা অনুযায়ী ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।