গাড়ির চাপায় শাবকের মৃত্যু, মা হনুমান আহত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমানের একটি বাচ্চা গাড়ির চাপায় মারা গেছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। বন বিভাগ মৃত বাচ্চাটি উদ্ধার করে নিয়ে গেছে। এদিন বিকালে জাতীয় উদ্যানের অভ্যন্তরে পুরাতন মহাসড়কে মা হনুমানটি বাচ্চা নিয়ে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাচ্চাটি মারা যায় এবং মা হনুমানটি আহত হয়। এ ঘটনায় হতবাক মা হনুমানটি তাৎক্ষণিক মৃত বাচ্চার সামনে বসে পড়ে। এ সময় এ সড়ক দিয়ে আসা ফজলুল কবির নামে এক পথচারি দেখতে পান হনুমানটি মাঝ সড়কের মধ্যে বাচ্চার সামনে বসে আছে। তিনি তাৎক্ষণিক তার মোবাইলে ভিডিও করে তার আইডি থেকে পোস্ট করলে সবার নজরে আসে। খবর পেয়ে সাতছড়ি জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে এসে মৃত বাচ্চাটি উদ্ধার করে নিয়ে যান। তিনি জানান, বাচ্চাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উদ্যানে গর্ত করে পুতে রাখা হবে। এ সময় তিনি এ সড়কে চলাচলকারী সবাইকে আরও সচেতন হয়ে যানবাহন চালানোর আহবান জানান। ৬ মাস আগেও যানবাহনের নিচে চাপা পড়ে হনুমান মারা গিয়েছিল। সাতছড়ি জাতীয় উদ্যানে মাত্র কয়েক জোড়া বিপন্ন হনুমান টিকে আছে।