গুলশানে স্পা সেন্টারে অভিযান, ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

১২ জানুয়ারি, ২০২৩ | ৭:৩১ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

রাজধানীর গুলশানে আবাসিক ভবনের স্পা সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) গুলশান-২ নম্বরে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম ফারজানা বেগম (১৯)। এছাড়া ২২ বছর বয়সী আরেক তরুণী আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত ফারজানার স্বামী জাহিদ হাসান পেশায় মুদিদোকানি। তারা খিলক্ষেত বটতলায় থাকেন। তিনি জানান, তার স্ত্রী একটি বিউটি পার্লারে কাজ করেন বলে তিনি জানতেন। আজ প্রথম সে কাজে গেছে। সকাল ১১টার দিকে বড় বোন আফসানার সঙ্গে বাসা থেকে বের হয়েছিল। দুপুরে পুলিশের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন। সূত্রে জানা গেছে, আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালানোর অভিযোগে আজ ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত গুলশান-২ এর ৪৭ নম্বর সড়ক-সংলগ্ন একটি ভবনে অভিযান চালান। অভিযানের একপর্যায়ে ফারজানাসহ দুই নারী ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন। ঢামেকের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বিকেল সোয়া ৪টার দিকে ফারজানাসহ দুই নারীকে হাসপাতালে আনা হয়। এ সময় চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। আহত অপর নারী এই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আ. আহাদ বলেন, ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত গুলশানের আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। তারই অংশ হিসেবে তারা আজ ৪৭ নম্বর সড়কের ভবনটিতে গিয়েছিলেন।