বিশ্বকাপের ট্রাজিক হিরো এমবাপ্পের যত গাড়ি

৮ জানুয়ারি, ২০২৩ | ৮:২১ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

কাতার ফুটবল বিশ্বকাপ যতই মেসিময় হোক না কেন, ফুটবলপ্রেমীদের মনে অনেকটা জায়গা তৈরি করে নিয়েছেন ফ্রান্সের অধিনায়ক ২৪ বছর বয়সি কিলিয়ান এমবাপ্পে। ধারে-ভারে প্রতিমুহূর্তে অস্তিত্বের জানান দিয়েছেন এবারের গোল্ডেন বুটজয়ী ফরাসি ফুটবলার। ফ্রান্সের ফুটবল ক্লাব পিএসজিতে দাপিয়ে খেলা এমবাপ্পে বেশকিছু মূল্যবান সুপার কারের মালিক। ফেরারি ৪৮৮ পিস্তা: বেশির ভাগ ফুটবলারের মতোই এই স্ট্রাইকারের গ্যারেজে রয়েছে ফেরারির একটি মডেল। ফেরারি ৪৮৮ পিস্তা গাড়িটিতে চালিকাশক্তি জোগায় ৩.৯ লিটারের ভি৮ ইঞ্জিন যা থেকে ৭০১ বিএইচপি শক্তি এবং ৭৬৮ এনএম টর্ক উৎপাদিত হয়। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩১১ কিমি.। গাড়িটি কিনতে এমবাপ্পের খরচ হয়েছিল ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা। মার্সেডিজ ভেঞ্জ ভি ক্লাস: অনেক সময়ই বলিউডের তারকাদের মার্সেডিজ ভেঞ্জ ভি ক্লাস গাড়িটি থেকে নামতে দেখা যায়। প্রিমিয়াম রেঞ্জের এ এমপিভি মডেলের অধিকারী এমবাপ্পেও। এতে রয়েছে সেভেন স্পিড অটোমেটিক গিয়ার বক্স যুক্ত ২.২ লিটারের ডিজেল ইঞ্জিন। সর্বোচ্চ ১৬১ বিএইচপি শক্তি ও ৩৮৯ এনএম টর্ক উৎপাদিত হয় এই ইঞ্জিন থেকে। মাত্র ১১.১ সেকেন্ডে ০-১০০ কিমি./ঘণ্টা গতিবেগ উৎপাদনকারী মার্সেডিজ ভেঞ্জ ভি ক্লাস সর্বোচ্চ ১৯৫ কিমি./ঘণ্টা গতিতে ছুটতে পারে। টাকার অঙ্কে এর বাজারমূল্য প্রায় আড়াই কোটি। ভক্সওয়াগেন ট্যুরেজ: ফরাসি এ ফুটবল তারকার গাড়ির ঝুলিতে রয়েছে ফাইভ সিটের এই এসইউভি মডেল ভক্সওয়াগেন ট্যুরেজও। এর ডিজেল চালিত সংস্করণে রয়েছে ৩.০ লিটারের ভি সিক্স ইঞ্জিন এবং ৪.০ লিটারের টুইন টার্বো ভি আট ইঞ্জিন। এটির দাম ৯২ লাখ টাকা। ভক্সওয়াগেন মাল্টিভ্যান: ফ্রান্সের অধিনায়কের বাড়ির গ্যারেজে আরও একটি মাল্টি ইউটিলিটি ভেহিক্যাল রয়েছে। পাঁচ সিট যুক্ত ভক্সওয়াগেন মাল্টিভ্যান গাড়িটির চালিকাশক্তি জোগায় ছয় স্পিড অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত ৩.২ লিটারের ভি সিক্স ডিজেল ইঞ্জিন। এ ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২৩০ বিএইচপি শক্তি এবং ৩১৫ এনএম টর্ক উৎপন্ন হয়। উল্লেখ্য, স্বল্পবয়সেই বিশ্ব ফুটবলের মসনদে বসেছে ফ্রান্সের এই ফুটবলার। সদ্য অনুষ্ঠিত কাতার বিশ্বকাপ ফুটবলে নিজের সেরা খেলা উপহার দিয়ে আদতে নিজেকে আরেকবার পরিচিত করেছেন বিশ্বদরবারে। বর্তমানে এমবাপের বাজারদর ১৪০০ কোটি টাকার কাছাকাছি। আগামী দিনে পিএসজির এই ফরওয়ার্ড প্লেয়ারের মূল্য যে আরও বাড়বে, তা নিঃসন্দেহে বলা যায়।