ঢাবির অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিল ছাত্রদল

১৫ মে, ২০২৫ | ৫:১৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা ও শোক পালনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পূর্ণদিবস ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বামপন্থি ছাত্রসংগঠনগুলো। এই কর্মসূচির অংশ হিসেবে তারা বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোতে তালা দিয়েছে। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদল ও বামপন্থি ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে তালা দেন। এরপর দুপুর দেড়টার দিকে তারা রেজিস্ট্রার ভবনেও তালা লাগিয়ে দেন। এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাম্য হত্যার ঘটনায় শোক জানিয়ে বৃহস্পতিবার অর্ধদিবসের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং শোক পালনের সিদ্ধান্ত নেয়। তবে ছাত্রদল নেতা-কর্মীরা সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিচারের দাবিতে পূর্ণদিবস ধর্মঘটের ডাক দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু বলেন, ‘আমরা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্যর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই তালা দিয়েছি।’ তিনি আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।