দুর্ঘটনা থেকে রক্ষা পেল কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন

৭ জানুয়ারি, ২০২৩ | ১০:৩৮ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

সান্তাহার রেলওয়ে ক্যারেজ বিভাগে চেকিং র্স্টাফের চোখে বড় ধরনের ত্রুটি ধরা পরায় দুর্ঘটনা ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। মেরামত কাজ করতে বিলম্ব হয়েছে এক ঘন্টা। শনিবার ৭ জানুয়ারি কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন বেলা টার দিকে সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করে। এর পর সান্তাহার রেলওয়ের ক্যারেজ স্টাফেরা ট্রেনের প্রতিটি বগী চেক করা শুরু করে। চেকিংয়ের সময় ট্রেনের ১০৮০ নম্বর বগীর হুই চেক গাইড ভাঙ্গা দেখতে পায়। বিষয়টি ট্রেন পরিচালক, চালক ও স্টেশন মাস্টারকে অবহিত করা হয়। মেরামত কাজের জন্য ট্রেন ছাড়া থেকে বিরত রাখা হয়। পরে হুইলচেক গাইড মেরামতের পর প্রায় এক ঘন্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে সান্তাহার জংশন স্টেশন ছেড়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার স্টেশন মাস্টার মোঃ হাবিবুর রহমান গণমাধ্যম প্রতিনিধিদের বলেন লোহা লক্করের কাজ, ত্রুটি হতেই পারে। সে কারনে সব ট্রেনের ত্রুটি চেক ও তাৎক্ষনিক মেরামত করার জন্য পার্বতীপুর, সান্তাহার ও যমুনা সেতুতে চেক করা হয়।