ইউক্রেনে প্যাট্রিয়ট পাঠানোর জার্মান সিদ্ধান্তে রাশিয়ার নিন্দা

৭ জানুয়ারি, ২০২৩ | ৫:৩০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

ইউক্রেনে অত্যাধুনিক সাঁজোয়া যান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ পাঠানোর যে সিদ্ধান্ত জার্মানি নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, জার্মানির এই পদক্ষেপকে ইউক্রেনের সংঘাত আরও বেশি ছড়িয়ে পড়বে। বার্লিনস্থ রুশ দূতাবাস শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে এ নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিষয়টিকে ইউক্রেনে চলমান সংঘাত আরো ছড়িয়ে দেয়ার একটি অপচেষ্টা হিসেবে বিবেচনা করছি। এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এমন একটি সময়ে যখন খ্রিস্টান বিশ্বে অর্থোডক্স ক্রিসমাস উদযাপিত হচ্ছে এবং এ উপলক্ষ্যে রাশিয়ার পক্ষ থেকে একতরফা যুদ্ধবিরতি পালন করা হচ্ছে। ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিয়েভকে নতুন করে যুদ্ধাস্ত্রের চালান পাঠানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের মধ্যে এক সমঝোতার পর রাশিয়া এ প্রতিক্রিয়া জানাল। ওই সমঝোতায় বলা হয়েছে, জার্মানি নিজের কাছে থাকা ৫০টি মার্কিন সাঁজোয়া যানের পাশাপাশি নিজস্ব ৪০টি অত্যাধুনিক সাঁজোয়া যান ইউক্রেনের কাছে হস্তান্তর করবে। সেইসঙ্গে ইউক্রেনকে একটি প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহ করার পাশাপাশি এটি পরিচালনার জন্য ইউক্রেনের সৈন্যদেরকে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।