যেদিন থেকে কমতে পারে শীতের তীব্রতা

৭ জানুয়ারি, ২০২৩ | ৫:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

খুব শিগগিরই শীতের তীব্রতা থেকে পরিত্রাণ মিলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিপ্তরের তথ্য মতে, গঙ্গা অববাহিকা থেকে আগত কুয়াশা ও শীতল বাতাসের কারণে এই শীত। তবে রবিবার (৮ জানুয়ারি) থেকে কমতে শুরু করবে শীতের তীব্রতা। রবিবার থেকে কুয়াশা ও শীতল বাতাসের তীব্রতা কমতে শুরু করলে তাপমাত্রা না কমলেও শীত কম অনুভূত হতে পারে। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের পাঁচ জেলা- নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এসব অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকায় টানা চারদিন ধরে দিনের তাপমাত্রা রয়েছে ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের ব্যাখ্যায় বলা হয়েছে, মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে। মাঝারি শৈত্যপ্রবাহে তাপমাত্রা হয় ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শৈত্যপ্রবাহে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হয় তাপমাত্রা।