প্রাক্তন

৪ জানুয়ারি, ২০২৩ | ৭:৪১ পূর্বাহ্ণ
ড. আব্দুস সাত্তার লেখক ও সাংবাদিক ওয়াশিংটন ডি সি , ইউ এস বাংলা ২৪

শেষে প্রাক্তনের তকমাটা গায়ে লাগিয়েই ছাড়লে রাঙ্গা,
তুমি যেন খুব অতিরিক্ত ভাবেই প্রাক্তন হতে চাইছ ,
আর শুধু শুধু প্রাক্তন বানাচ্ছ আমাকে।
কিন্তু কি দরকার ছিল এত তাড়াতাড়ি প্রাক্তন হবার?
এই তো সেদিন, আমি পার্কে তোমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলাম,
তুমি রেখেছিলে আমার কাঁধে মাথা।
কত সুখ-দুঃখের কথা আমরা বলেছিলাম,
করেছিলাম কত ভবিষ্যৎ পরিকল্পনা।
সেগুলো কি সব মিথ্যে ছিল?
আমি জানি, আমি পারফেক্ট প্রেমিক নই,
কেউ পারফেক্ট হয় না।
কিন্তু আমি চেষ্টা তো করেছিলাম, তোমার মনের মত হতে।
হ্যাঁ মানছি, আমি তোমার প্রতি একটু বেশীই রক্ষণশীল ছিলাম।
কিন্তু এটা কি স্বাভাবিক নয়?
আমি কি করে তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারি?
তুমি যখন অন্য কোন ছেলের সাথে কথা বলতে,
পাশাপাশি বসে হাসি ঠাট্টা করতে
কিংবা তোমার ফোনে যখন কারো ফোন কল দেখতাম ,
আমি খুবই জিলাস বোধ করতাম।
তাইতো তোমার সাথে এত ঝগড়া হত।
আসলে আমি তোমাকে হারাতে ভয় পেতাম।
তুমি কি এসব কোন কিছু বুঝনি?
তুমি শুধু আমার অধিকার বোধ টাই দেখেছ,
ভালোবাসা কি দেখনি?
আজ তুমি চলে যাবার পর,
এই ব্যর্থ প্রেমের হাহাকার বড্ড বেশি বুকে বাজছে।
মনে হচ্ছে,
আমি তো আছি, কিন্তু আমার আত্মাটা যেন কোথাও হারিয়ে গেছে।
আচ্ছা, তোমার কি কোনো কষ্ট হয়নি , আমায় ছেড়ে যেতে?
তুমি কি সত্যিই, অন্য কাউকে পেয়ে গেছ?
সে কি সত্যিই তোমায় আমার মত ভালোবাসে ?
তোমার এক্টূ আঘাতে, পাগল হয়ে ওঠে?
হয়তো সে, তোমায় আমার চেয়েও বেশী ভালোবাসে।
তুমি ভালো থেকো, সুখে থেকো,
এইটুকুই শুধু চাই।
আমার চিন্তা কর না,
আমি জানি,
আমায় নিয়ে তোমার চিন্তা করার সময় ও নাই।
আমি আছি, থাকব,
তোমার ভালোবাসার স্মৃতি নিয়ে সারাটা জীবন,
তোমার প্রাক্তন হয়ে।