থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, প্রাণ গেল ৫ জনের

৮ মে, ২০২৫ | ৭:১৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় থেমে থাকা অ্যাম্বুলেন্সকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ৫ যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোগী নিয়ে অ্যাম্বুল্যান্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। এতে মহাসড়কের পাশে থামিয়ে অ্যাম্বুলেন্সের চাকা মেরামত করা হচ্ছিল। এ সময় গোল্ডেন লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুল্যান্সকে ধাক্কা দেয় এবং সেখানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স আরোহীদের চাপা দেয়। এতে বাসের চাপায় অ্যাম্বুলেন্সের এক নারী আরোহী ঘটনাস্থলে নিহত হন। আহতাবস্থায় বাকিদের ঢাকায় নেওয়ার পথে আরও ৪ জনের মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং আহত বাকি ৪ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। শ্রীনগর ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ঘটনাস্থলে নিহত একজনের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।