বিভিন্ন দেশে সংক্রমণ উর্ধ্বমুখী হলেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: স্বাস্থ্যমন্ত্রী

৩০ ডিসেম্বর, ২০২২ | ৭:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার উর্ধ্বমুখী হলেও বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধনী শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিভিন্ন দেশে করোনাভাইরাস বৃদ্ধি পেয়েছে। ওই সব দেশ নাগরিকদের সাবধান হওয়ার জন্য ও ভ্যাকসিন দেয়ার জন্য করোনার সংক্রমণের বিষয়টি প্রচার করছে। তাদের দেশের হাসপাতালগুলোতে এখন ৫০ ভাগ বেডও খালি নেই। আমাদের দেশে চীন থেকে যে বক্তিরা আসছেন তাদের আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। তিনি বলেন, এই নির্দেশ দিয়েছি, যাতে চীনসহ বিভিন্ন দেশ থেকে যারা আসছেন তাদে এয়ার-পোর্ট, সি-পোর্ট ও ল্যান্ড পোর্টে এন্টিজেন টেস্ট করা করা হয়। এছাড়া আমাদের দেশের হাসপাতালগুলো তৈরি রেখেছি। বর্তমানে বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার উর্ধ্বমুখী হলেও আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি আরও বলেন, বাংলাদেশ প্রায় করোনা মুক্ত। দেশের ৯৮ ভাগ মানুষ ভ্যাকসিন নিয়েছে। বুস্টার ডোজও নিয়েছে। তবে করোনাভাইরাস নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি চলে যায়নি। বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বেড়েছে। আমেরিকায়ও করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে যখন করোনার প্রাদুর্ভাব বেড়েছিলো তখন বিদেশ থেকে আগত ব্যক্তিরা নিয়ে এসেছিল। এখনও সেই আশঙ্কা রয়েছে। এ বিষয়ে আমরা সর্তক ব্যবস্থা নিয়েছি। তবে দুচিন্তার কারণ নেই।