এপ্রিলে কমেছে খাদ্য মূল্যস্ফীতি

৫ মে, ২০২৫ | ১০:৫৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

বাজারে নিত্যপণ্যের দাম খুব বেশি না কমলেও এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশে, যা মার্চে ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ। এদিকে ২০২৪ সালের এপ্রিলে খাদ্য মূল্যষ্ফীতি ছিল দুই অংকের ঘরে; অর্থাৎ ১০ দশমিক ২২ শতাংশ। এছাড়া গত মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ১৭ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। আর খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হারও কমে হয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ; যা মাচে ছিল ৯ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সোমবার প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, এপ্রিল মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশে, যা মার্চে ছিল ৯ দশমিক ৪১ শতাংশ। এছাড়া খাদ্য পণ্যের মূল্যষ্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ৪০ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৮১ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যষ্ফীতিও কমে হয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ, যা মার্চে ছিল ৯ দশমিক ৯৭ শতাংশ। এপ্রিল মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশে, যা মার্চে ছিল ৯ দশমিক ৬৬ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যষ্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক ১৮ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যষ্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ, যা মার্চে ছিল ৯ দশমিক ৯৫ শতাংশ। বিবিএস বলেছে, এপ্রিল মাসে শ্রমিকের মজুরি হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৯ শতাংশে; যা মার্চে ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। এর মধ্যে কৃষি খাতে মজুরি বেড়ে হয়েছে ৮ দশমিক ৪০ শতাংশ; যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ। শিল্প খাতে মজুরি হার বেড়ে হয়েছে ৭ দশমিক ৮৭ শতাংশ; যা আগের মাসে ছিল ৭ দশমিক ৮২ শতাংশ। এছাড়া সেবা খাতে মজুরি বেড়ে হয়েছে ৮ দশমিক ৪২ শতাংশ; যা মার্চে ছিল ৮ দশমিক ৪০ শতাংশ।