তিন জয়ের পর হার দেখল বাংলাদেশের যুবারা

৫ মে, ২০২৫ | ১০:৪৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

টানা তিন জয়ের পর আবারও হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলংকা যুব দলের বিপক্ষে ১৯৭ তাড়া করে বাংলাদেশ হেরেছে ২৭ রানে। সোমবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্রিকেট মাঠে প্রথম ব্যাট করে স্বাগতিকরা মাত্র ১৯৬ রান তোলে। জবাবে ১৬৯ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। হারলেও বাংলাদেশ ৩-২ এ এগিয়ে সিরিজে। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটি বৃহস্পতিবার। প্রথম ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে শ্রীলংকা ১৯৬ রানে অলআউট হয়। আধাম হিলমাই ৫১ এবং অধিনায়ক ভিমাথ দিনসারা ৪২ রান করেন। বাংলাদেশের সামিউন বশির তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট পান সাদ ইসলাম, রিজান হোসেন ও ফারহান শাহরিয়ার। জবাবে ১৩ রানের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। পরের পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছলেও কেউই ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৩৭ রান করেন সামিউন। তিনটি করে উইকেট নেন ভিরান চামুদিথা ও কুগাথাস মাথুলান।