ঢাকায় কোথায় হচ্ছে বিএনপি ও সমমনাদের গণমিছিল?

২৯ ডিসেম্বর, ২০২২ | ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

যুগপৎ আন্দোলনে নামছে বিএনপি ও সমমনা দলগুলো। আগামীকাল ৩০ ডিসেম্বর ঢাকা ও রংপুরে গণমিছিল করবে তারা। ঢাকায় গণমিছিলের স্থানও নির্ধারণ করা হয়েছে। বিএনপির পূর্বঘোষিত গণমিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন দলটির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় গণমিছিলের প্রধান সমন্বয়ক এ জেড এম জাহিদ হোসেন। এ জেড এম জাহিদ বলেন, আমাদের গণমিছিল হবে শান্তিপূর্ণ। শুক্রবার দুপুর ২টায় নেতা কর্মীরা জমায়েত হয়ে মিছিলটি নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হবে। এদিকে ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল সফল করার লক্ষে বুধবার গুলশানে প্রতিনিধি সভা করে বিএনপির সমমনা ১২ দলীয় জোট। সভায় ওইদিন বিজয়নগর পানির ট্যাংকি থেকে শুরু করে মালিবাগ পর্যন্ত গণমিছিল করার সিদ্ধান্ত হয়। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির চেয়ারম্যান কারী মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।