কমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড়

২৯ ডিসেম্বর, ২০২২ | ৭:২৬ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

চলতি অর্থবছরের ৫ মাসে (জুলাই-নভেম্বর) কমেছে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ও অর্থছাড়। এই সময়ে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি কমেছে ৮৮ দশমিক ২৭ শতাংশ। আর অর্থছাড় কমেছে ২৫ শতাংশ। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন উন্নয়ন সহযোগী সব মিলিয়ে ২৪৬ কোটি ডলার ছাড় দিয়েছে। বর্তমান বাজারদরে টাকার অঙ্কে এর পরিমাণ ২৪ হাজার ৬০০ কোটি টাকা। গত বছর একই সময়ে ৩০৯ কোটি ডলার এসেছিল। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। ইআরডি বলছে, গত জুলাই-নভেম্বর সময়ে বিদেশি ঋণের সুদাসল পরিশোধের পরিমাণ বেড়েছে। ওই সময়ে ৮৮ কোটি ডলারের সমপরিমাণ ঋণের সুদ ও আসল পরিশোধ করা হয়েছে। আগের বছরের একই সময়ে ছিল ৮৬ কোটি ডলার। ডলারে পরিশোধের পরিমাণ মাত্র ২ কোটি ডলার বাড়লেও দেশীয় মুদ্রায় পরিমাণটি তুলনামূলক বেশি। কারণ ডলারের দাম বেড়েছে। এ কারণে ১ হাজার ২৮ কোটি টাকা খরচ বেড়েছে। গত জুলাই-নভেম্বরে ৮ হাজার ৪৩০ কোটি টাকার সমপরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছে। গত বছর একই সময়ে যা ছিল ৭ হাজার ৪০২ কোটি টাকা। বাংলাদেশ ডলারে বা বিদেশি মুদ্রায় ঋণের সুদাসল পরিশোধ করে। ইআরডি জানায়, প্রথম পাঁচ মাসে মাত্র ৪৬ কোটি ডলারের প্রতিশ্রুতি মিলেছে। গত বছর একই সময়ে পরিমাণটি ছিল ৩৯৩ কোটি ডলার। মূলত বৈশ্বিক পরিস্থিতির কারণে উন্নয়ন সহযোগীরা অর্থছাড়ের গতি কিছুটা কমিয়ে দিয়েছে। এদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতিও বেশ কম। অর্থবছরের প্রথম ৫ মাসে সবচেয়ে বেশি বৈদেশিক সহায়তা ছাড় করেছে জাপান। এই সংস্থাটি ছাড় করেছে ৭৪২.৭৬ মিলিয়ন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬৮.৭ মিলিয়ন ডলার ছাড় করেছে চীন। এছাড়া বিশ্বব্যাংক ৪২৫ মিলিয়ন এবং এডিবি ছাড় করেছে ৩১৯.৪ মিলিয়ন ডলার।