ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু

২৮ ডিসেম্বর, ২০২২ | ৫:১২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর গুলশান থানায় মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ অভিযোগ গঠন করেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিন কারাগারে আটক আসামি রাসেলকে আদালতে হাজির করে পুলিশ। তবে জামিনে থাকা আসামি রাসেলের স্ত্রী শামীমা নাসরিন আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত শামীমার আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে রাসেলের উপস্থিতিতে আদালত তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। গত বছরের ১৫ আগস্ট রাতে আরিফ বাকের নামের ইভ্যালির একজন ভুক্তভোগী গ্রাহক তার ৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় এ মামলা দায়ের করেছিলেন। মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।