মেট্রোরেল উদ্বোধনের অনুষ্ঠানসূচি

২৭ ডিসেম্বর, ২০২২ | ৭:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

দেশের প্রথম মেট্রোরেল আগামী ২৮ ডিসেম্বর উদ্বোধন করা হবে। মেট্রোরেলের এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি-আগারগাঁও অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেল উদ্বোধনের পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি ইতিমধ্যেই চূড়ান্ত করেছে মেট্রোরেলের নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অনুষ্ঠান সূচি অনুযায়ী, বুধবার সকাল ১১টায় উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে উদ্বোধনীস্থলে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে আগারগাঁও স্টেশনে ভ্রমণ করবেন। উদ্বোধনের পরদিন থেকেই মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হবে। প্রথম দিকে দিয়াবাড়ি-আগারগাঁও রুটের ৯টি স্টেশনের মধ্যে তিনটিতে (দিয়াবাড়ি, পল্লবী ও আগারগাঁও) যাত্রী ওঠানামা করবে। সরকারি কোম্পানি ডিএমটিসিএল জানিয়েছে, জনবল সংকটের কারণে আপাতত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কয়েক দফা বিরতি দিয়ে ট্রেন পরিচালনা করা হতে পারে। পুরো অপারেশনে যাওয়ার পর ভোর সাড়ে ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে ট্রেন। অনুষ্ঠান সূচি: https://drive.google.com/file/d/1Uwe7IJoFzmFBbM_QlT1fPI_4-elNFMwl/view