জাতিসংঘে রাশিয়ার স্থায়ী সদস্যপদ বাতিলের দাবি

২৬ ডিসেম্বর, ২০২২ | ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ৫টি রাষ্ট্র। রাষ্ট্রগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া এবং ফ্রান্স। এবার রাশিয়ার স্থায়ী সদস্যপদ বাতিলের আবেদন করবে ইউক্রেন। এমন কথা জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। খবর কিয়েভ পোস্টের। ইউক্রেনের একটি রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন কুলেবা। তিনি বলেন, সোমবার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে আমাদের দাবি তুলে ধরব। আমাদের প্রশ্ন একটাই- রাশিয়া কি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে থাকার যোগ্যতা হারায়নি? এর কোনো যৌক্তিক উত্তর কেউ দিতে পারবে না। এ সময় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘে রাশিয়ার স্থায়ী সদস্যপদের গ্রহণযোগ্যতা নিয়ে ইতোমধ্যে অন্য চার স্থায়ী সদস্যদের মধ্যেও আলোচনা হয়েছে। এখনো এ নিয়ে খোলামেলা আলোচনা না হলেও রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫টি রাষ্ট্র। এর মধ্যে স্থায়ী ৫টি রাষ্ট্র আর অস্থায়ী সদস্য ১০টি দেশ। অস্থায়ী রাষ্ট্রগুলো প্রতি দুই বছর পর পর নির্বাচিত হয়।