আক্রমণ করলে হয় সিন্ধুতে পানি প্রবাহিত হবে, নয়তো ভারতীয়দের রক্ত

২ মে, ২০২৫ | ৪:৩৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি নয়াদিল্লিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যদি ভারত আক্রমণ করে, তাহলে মনে রাখবেন হয় সিন্ধু নদীতে পানি প্রবাহিত হবে, নয়তো তাদের রক্তপ্রবাহিত হবে। ’ শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামাটিভি। দেশটির সিন্ধু প্রদেশের মিরপুরখাসে বৃহস্পতিবার (১ মে) এক জনসভায় ভাষণ দিতে গিয়ে সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘পাকিস্তান যুদ্ধে বিশ্বাস করে না। তবে সিন্ধু নদীর পানি রক্ষার জন্য আমাদের এখন নরেন্দ্র মোদির মুখোমুখি হতে হবে। আমাদের সেনাবাহিনী জানে যে কোনও উস্কানির উপযুক্ত জবাব কীভাবে দিতে হয়। ’ জারদারি বিশ্বস্তরে ভারতকে উন্মোচিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘ভারতের জনগণও সিন্ধু নদীকে ভালোবাসে। এমনকি ভারতীয় জনগণও মোদিকে সিন্ধু নদীর প্রবাহ বন্ধ করতে দেবে না। ’ তিনি জানান, তিনি মুখ্যমন্ত্রীকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের প্রচার, সিন্ধুর খালি জমিগুলোকে উৎপাদনশীল করে তোলা এবং কৃষি সংস্কার সম্প্রসারণের জন্য অনুরোধ করেছেন। পিপিপি চেয়ারম্যান আরও বলেন, ‘সিন্ধুতে কৃষি বিপ্লব আনা হলে, এটি সমগ্র পাকিস্তান জুড়ে সম্প্রসারিত হবে। রাজনৈতিক জোট গঠনের মতোই আমরা ক্ষুদ্র কৃষকদের একটি জোট গঠন করব। আমি মুখ্যমন্ত্রীকে তাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে বলব। আমরা ক্ষুদ্র কৃষকদের জন্যও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করব। ’ জারদারি বলেন, ‘কৃষিকে সমর্থন করার জন্য নতুন প্রকল্প শুরু করা হয়েছে এবং বেনজির জিরাত কার্ডের মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের ভর্তুকি প্রদান করা হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই নতুন প্রকল্পের বিরোধিতা করেছি এবং সফলভাবে এটি বন্ধ করে দিয়েছি। প্রদেশগুলোর সম্মতি ছাড়া খাল সম্পর্কিত কোনও প্রকল্প গ্রহণ করা হবে না। সিন্ধু নদী আমাদের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং আমরা এটি রক্ষা করার জন্য যেকোনো পর্যায়ে যাব।’ কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়। পালটা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। এই আবহেই গত মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান হামলার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন বলে খবরে বলা হয়েছে।