‘বিএনপির এখন শুধু পাওয়া আর পাওয়া’

২৪ ডিসেম্বর, ২০২২ | ১০:৩৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার ও এই সরকারের নির্যাতনের কবল থেকে জনগণকে রক্ষা করতে আন্দোলন করছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। বিএনপি দিনের ভোট দিনে এবং জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। এ আন্দোলনে দেশের সব মানুষকে অংশ গ্রহণ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক দিয়েছেন।’ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে শনিবার বিকালে গণমিছিল শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা ও মহানগর বিএনপি গণমিছিল এবং পথসভার আয়োজন করে। রাজশাহীর ঐতিহ্যবাহী ভূবনমোহন পার্ক থেকে গণমিছিল শুরু হয়ে রাজশাহী মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পথসভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে এবং কোনো রকম মামলা ছাড়াই আটক করছে। তিনি বলেন, বিএনপির হারানোর কিছু নাই। এখন শুধু পাওয়া আর পাওয়া। এই সরকার দেশকে আবারো তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে। সব প্রকার নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। রিজার্ভ কমে গেছে। গার্মেন্টস সেক্টর ধ্বংসের পথে। ব্যাংকের তারুল্য সংকট দেখা দিয়েছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পাচ্ছে। সেদিকে নজর না দিয়ে বিএনপির গণমুখী আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য এই ফ্যাসিস্ট সরকার উঠেপড়ে লেগেছে। গণমিছিল ও পথসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল প্রমুখ।