বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছরসহ ৮ দফা দাবি

আসন্ন বিশেষ বিসিএসে ৫০০টি পদে ডেন্টাল সার্জন নিয়োগ ও একই সঙ্গে বিসিএসসহ অন্যান্য নিয়োগ পরীক্ষায় ডাক্তারদের আবেদনের বয়স সীমা ৩২ বছর থেকে ৩৪ বছরে উন্নীত করার দাবি জানিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (ডেন্টাল বিভাগ)। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি প্রফেসর ডাক্তার মো. নুরুল আমিন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো মোস্তাফিজুর রহমানসহ ডেন্টাল ডাক্তাররা উপস্থিত ছিলেন। তারা বলেন, ১০ শয্যা, ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেন্টাল সার্জন পদ সৃষ্টিসহ জেলা, উপজেলা পর্যায়ে প্রতি ৫০ হাজার জনগোষ্ঠীর বিপরীতে একজন ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করতে হবে। (বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১০,০০০ জনে ১ জন ডেন্টাল সার্জন প্রয়োজন)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে উপজেলা পর্যায়ে ৬ষ্ঠ গ্রেডের দুইটি জুনিয়র কনসালটেন্ট (ডেন্টাল) এর পদ সৃজন করতে হবে। জেলা পর্যায়ে ৬ষ্ঠ গ্রেডের পাঁচটি ডেন্টাল কনসালটেন্ট এবং ৫ম গ্রেডের দুইটি সিনিয়র ডেস্টাল কনসালটেন্টের পদ সৃজন করতে হবে। লিখিত বক্তব্যে তারা বলেন, স্বাস্থ্য সেবায় সমতা বিধান করতে হবে। ডেন্টাল সাজেক্টে বিষয় বহির্ভূত অর্থাৎ ডেন্টাল সার্জন পোস্টে সহকারী সার্জনদের পদায়ন বন্ধ করতে হবে। জনগণকে স্বল্পমূল্যে দন্ত সেবা প্রদান ও প্রাথমিক পর্যায়ে ওরাল ক্যানসার সনাক্তের লক্ষ্যে ডেন্টিস্টকে অপারশনাল প্ল্যানের আওতায় আনতে হবে। সংবাদ সম্মেলনে অন্যান্য দাবির মধ্যে জনগণের সঠিক ও নিরাপদ চিকিৎসা নিশ্চিতে বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কেউ দন্ত চিকিৎসা প্রদান করতে পারবে না, তা নিশ্চিত করতে হবে। সরকারি বেসরকারি সব ধরনের বিএসসি ইন ডেন্টাল টেকনোলজিস্ট কোর্স বন্ধ করে বিএসসি ইন ডেন্টাল ল্যাব টেকনোলজি কোর্স চালু করতে হবে। ডেন্টাল ডাক্তাররা আরও বলেন, বিএসসি ইন ডেন্টাল টেকনোলজিস্ট এবং ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্রাক্টিস অনুমতি প্রদানের চক্রান্ত বন্ধ করতে হবে। একই সাথে চলমান রিট মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি করতে হবে। এ সময় ৮ দফা দাবি জানান তারা।