লালমাই পাহাড়ে হাজারো বাইকারের মিলনমেলা

২৪ ডিসেম্বর, ২০২২ | ৬:৫০ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

‘হেলমেট ব্যবহার করুন, নিরাপদ ভ্রমণ করুন’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় শুরু হয়েছে বাইকার্স মেগা ক্যাম্পিং ফেস্ট সিজন সেভেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার লালমাই পাহাড়ের গিয়ে দেখা যায় শত শত তাঁবু বসানো আছে পাহাড়ের বুকে। সেখানে এসব বাইকাররা তাদের সাংগঠনিক কাজ করছেন, খাবারদাবার গ্রহণ করছেন, পাশাপাশি রাত হলে তাঁবুতেই রাত্রিযাপন করছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশে স্কাউট গ্রাউন্ডে এই মিলন মেলায় সারা দেশ থেকে প্রায় এক হাজার বাইকার অংশগ্রহণ করছেন। গত ২২ তারিখ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে দেশ বিদেশে মোটরবাইক ভ্রমণের অভিজ্ঞতা সম্পন্ন বাইকাররা তাদের অভিজ্ঞতা ছড়িয়ে দিবেন। এছাড়া পেশাদার বাইকাররা নিরাপদে মোটরসাইকেল ভ্রমণ সম্পর্কে নানান পরামর্শ দিচ্ছেন। মোস্তফা কামাল নামের আয়োজক কমিটির সদস্য বলেন, কুমিল্লার এই উৎসবে সারা বাংলাদেশের সুপরিচিত বাইকাররা প্রতিবছর একসঙ্গে হয়ে তাদের অভিজ্ঞতা আদান প্রদান করেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুরসহ বিভিন্ন অঞ্চলের এক হাজার বাইকার এবার কুমিল্লায় এসেছেন। তারা দুই রাত তিন দিন কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশে তাবুতে ক্যাম্পিং করবেন এবং নিরাপদ বাইক ভ্রমণ নিয়ে আলোচনা করবেন। গাজীপুর থেকে আসা নাজিম উদ্দীন নামের ক্যাম্পেইনে অংশ নেওয়া এক বাইকার বলেন, আমরা নিরাপদ সড়ক, নিরাপদ ভ্রমণ ইত্যাদি আন্দোলনে আছি। প্রতি বছর আমাদের এই ক্যাম্পেইন হয়। আমরা নিয়ম মেনে মোটরসাইকেল চালানোতে যুব সমাজকে উৎসাহিত করছি। পাশাপাশি ট্রাফিক পুলিশকেও দায়িত্ব পালনে সহযোগিতা করছি। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই ক্যাম্পেইন চলমান থাকবে।