আমাকে খোলামেলা পোশাকে দেখার এতো ইচ্ছা কেন: শবনম ফারিয়া

২৯ এপ্রিল, ২০২৫ | ৮:০৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

তারকাদের প্রায়ই বিভিন্ন ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়ার কথা শোনা যায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাদের নামে ভুয়া অ্যাকাউন্ট ও পেজ নিয়ে। মাঝে মধ্যেই সেসব ভুয়া ফ্যান পেজ থেকে তাদের নামে ভুল তথ্য ছড়ানো এবং প্রতারণার অভিযোগ সামনে আসে। এবার এমনই এক পরিস্থিতির শিকার হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে এ অভিনেত্রী ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিশ্চিত করেছেন বিষয়টি। শবনম ফারিয়া লিখেছেন, ‘এবার এক গণ্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছেন। আমি বুঝলাম না, এই ভাইয়াদের আমাকে এতো খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এতো কষ্ট করে এডিট করে!’ অভিনেত্রী আরও লেখেন, ‘আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দিই। ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায়, এমন কয়েকটা ছবি তুলেই ফেলি। প্রমিজ করলাম, নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।’