নিউইয়র্ক সিনেটে বাংলাদেশ ডে ও নববর্ষ উদযাপিত

২৯ এপ্রিল, ২০২৫ | ৮:০১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

নিউইয়র্ক স্টেট সিনেট ও এসেম্বলিতে বাংলাদেশ ডে এবং নববর্ষ উদযাপিত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার দুই আইনসভায় এ অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠান দুটি উপলক্ষে নিউইয়র্ক স্টেট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিনের শুরুতে সিনেটে মেজরিটি লিডার এন্ড্রিয়া স্টুয়ার্ট কুজিন্স ক্যাপিটল হিলে বাংলাদেশিদের স্বাগত জানান। তিন শতাধিক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে স্টেট সিনেটর ও এসেমব্লিম্যানরা বাংলাদেশের স্বাধীনতা ও সংস্কৃতির ওপর আলোচনায় অংশ নেন। তারা প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রসংশা করেন। সিনেটর ও এসেমব্লিম্যানরা বাংলাদেশি প্রবাসীদের পরিশ্রমী হিসেবে আখ্যা দেন। তারা বলেন, নিয়ইয়র্কের উন্নয়ন ও অর্থনৈতিক সেক্টরে বাংলাদেশিরা অবদান রাখনে। গত ৯ বছর ধরে সিনেটে বাংলাদেশ ডে উদযাপিত হয়ে আসছে। এবার যুক্ত হয়েছে বাংলা নববর্ষ উদযাপন। প্রতিবছর এখন স্টেট ক্যাপিটলে বাংলাদেশ ডের পাশাপাশি নববর্ষ উদযাপিত হবে।