২৬ ইনিংস পর সাদমানের সেঞ্চুরি

সেঞ্চুরির সুবাসটা সাদমান ইসলাম পাচ্ছিলেন প্রথম সেশন থেকেই। দ্বিতীয় সেশনে সে সুবাসে তালগোল পাকালেন না কোনোরকম। মাথা ঠাণ্ডা রেখে খেলেছেন দিনের প্রথম বল থেকে যেভাবে এগিয়েছেন সেভাবেই। তাতে ফলটাও পেলেন। ২৬ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তিনি। আগের টেস্টে তিনি আউট হয়েছিলেন যথাক্রমে ১২ আর ৪ রান করে। ফলে তার বাদ পড়ার শঙ্কাও তৈরি হয়েছিল। শেষমেশ যখন টিকে গেলেন দলে, তার সুযোগটা তিনি দু’হাতে লুফে নিলেন। ইনিংসের শুরু থেকে ধৈর্য্যের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছেন ২২ গজে। বাংলাদেশের ইনিংসকে অ্যাংকর করছেন শুরু থেকেই। তবে খোলসে ঢোকেননি তিনি, জিম্বাবুয়ের প্রায়-নির্বিষ বোলিংয়ের সামনে তার প্রয়োজনও ছিল না। টেম্পারামেন্টের পরীক্ষাটা এখানেই ছিল অবশ্য, বাজে বলের সামনেই যে নিয়ন্ত্রণ হারিয়ে বাজে শট খেলার প্রবণতা তৈরি হয়। তবে সাদমান তা হতে দেননি। বাজে বলকে শ্রদ্ধা জানাননি, সপাটে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেছেন। ভালো বলকে শ্রদ্ধা জানিয়েছেন। নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা আরও এক জায়গায় তৈরি হয়েছিল তার। সাদমান ওপাশে তার সঙ্গী এনামুল হক বিজয়কে হারিয়েছেন সেশনের শুরুর দিকে। তবে এরপরও নিজের ধৈর্য্য হারাননি। তারই ফল তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরির ২৬ ইনিংস পর দ্বিতীয়টির দেখা পেলেন তিনি। প্রথম সেঞ্চুরিও এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষেই। সাদমানের এই ইনিংস বাংলাদেশকে প্রথম সেশনে এনে দিয়েছে দারুণ এক শুরু। এরপর এখন একটু একটু করে দলকে নিয়ে যাচ্ছে চালকের আসনেও। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ৪৬ ওভার বাংলাদেশ রান তুলেছে ১৫৬, ১ উইকেটের বিনিময়ে। লিড নিতে এখনও আরও ৭১ রান চাই দলের।