পাকিস্তানের পাশে ঢাল হয়ে দাঁড়াবে চীন

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রোববার রাতেও গোলাগুলি হয়েছে। পহেলগাঁওয়ে হামলার পর এ নিয়ে টানা চতুর্থ রাতের গোলাগুলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ পরিস্থিতির মধ্যেই ফ্রান্স থেকে ২৬টি রাফায়েল কেনার চুক্তি স্বাক্ষর করেছে ভারত। আর মিথ্যাচারের অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে উত্তেজনাকর এ পরিস্থিতিতে ঢালের মতো পাকিস্তানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে দীর্ঘদিনের বন্ধু চীন। আর ভারত ও পাকিস্তান উভয়কেই দায়িত্বশীল সমাধানের বিষয়ে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স, এএফপি, এএনআইন, জিও নিউজের। ভারতীয় সেনাবাহিনী সোমবার অভিযোগ করেছে, রোববার রাতে ভারত ও পাকিস্তানের কাশ্মীর অঞ্চলকে বিভক্ত করা ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখায় একাধিক পাকিস্তানি সেনা চৌকি থেকে ‘বিনা উসকানিতে’ ছোড়া গুলির জবাবে ছোট অস্ত্র দিয়ে গুলি করেছে। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি। কেউ হতাহত হয়েছে কি না, তা-ও জানায়নি। পাকিস্তানের সেনাবাহিনীর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা রয়টার্সের সেই অনুরোধে সাড়া দেয়নি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যুদ্ধের আশঙ্কার মাঝেই রাতভর ভারতকে উসকানি দিয়েছে পাকিস্তান। ভারতের একধিক পোস্ট লক্ষ্য করে পাকিস্তান গুলি চালিয়েছে। উত্তর কাশ্মীরের গুলি চালিয়েছে। উত্তর কাশ্মীরের তুতমারি গলি এবং রামপুর সেক্টরে হামলা চালিয়েছে পাকিস্তান। আর গত রাতে (রোববার) প্রথমবারের মতো পুঞ্চে হামলা চালিয়েছে পাকিস্তান। এদিকে পাকিস্তানের উসকানির কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পেহেলগামে হামলার পর ভারতের প্রতিরক্ষা বাহিনী দেশজুড়ে একাধিক সামরিক মহড়া চালিয়েছে। এর মধ্যে কয়েকটি নিয়মিত প্রস্তুতিমূলক মহড়া বলে জানিয়েছেন একজন প্রতিরক্ষা কর্মকর্তা। সিনিয়র এক পুলিশ কর্মকর্তা সোমবার এএফপিকে বলেন, সন্ত্রাসীদের খোঁজে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে প্রায় এক হাজার বাড়িতে ও জঙ্গলে তল্লাশি অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য প্রায় ২০০০ জনকে আটক করা হয়েছে। অন্তত নয়টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, চলমান তদন্তের অংশ হিসাবে তাদের আটক করা হয়েছে। তাদের মধ্যে অনেককে ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আবার আরও অনেককে থানায় ডেকে পাঠানো হয়েছে। তিনি বলেন, তাদের গ্রেফতার করা হচ্ছে না। সন্ত্রাসীদের ব্যাপারে তথ্য জানতে কেবল জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কাশ্মীরের নেতারা ভারত সরকারকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, অভিযানে সেখানকার নিরপরাধ ব্যক্তিদের যেন ক্ষতি না হয়। ২৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত : ফ্রান্সের কাছ থেকে ৭৪১ কোটি ডলার মূল্যে ২৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত। রয়টার্স সোমবার জানিয়েছে, গত মাসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাসংক্রান্ত কমিটিতে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয়সংক্রান্ত একটি প্রস্তাবনা পেশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে অনুমোদন দেন। ফ্রান্সের তৈরি রাফায়েল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্যতম। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩ হাজার ৭০০ কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৫০ হাজার ফুট ওপরে উঠতে সক্ষম। এই যুদ্ধবিমান একই সঙ্গে বেশ কয়েকটি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও একাধিক ভারী মেশিনগান সজ্জিত। ভারতীয় বিমানবাহিনীর কাছে বর্তমানে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। নতুন এই রাফায়েলগুলো নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এ পরিস্থিতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অবস্থানের প্রতি চীনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। রোববার তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলে চীনের পাশে থাকার আশ্বাস দেন। ফোনালাপে ইসহাক দার কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ওয়াং ই-কে অবহিত করেন। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবিরোধী লড়াইয়ে দৃঢ়প্রতিজ্ঞ এবং উত্তেজনা যাতে আর না বাড়ে সে ব্যাপারেও সচেষ্ট। তিনি আরও জানান, পরিস্থিতির উন্নয়ন পর্যবেক্ষণ করতে পাকিস্তান চীন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে। চীনা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, চীন বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই গোটা বিশ্বের দায়িত্ব এবং পাকিস্তানের নিরাপত্তা প্রচেষ্টায় চীনের ধারাবাহিক সমর্থন অব্যাহত থাকবে। দুই দেশের ‘লোহার মতো দৃঢ় বন্ধুত্ব’ উল্লেখ করে ওয়াং ই পাকিস্তানের ন্যায়সঙ্গত নিরাপত্তা উদ্বেগের প্রতি চীনের সমর্থন ব্যক্ত করেন এবং এর সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ রক্ষার পক্ষে অবস্থান নেন। ওয়াং ই সন্ত্রাসী হামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের চলমান উত্তেজনা দুই দেশের প্রকৃত স্বার্থের পরিপন্থি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং শান্তিপূর্ণ সংলাপ ও সহযোগিতার মাধ্যমে উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করেন। উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্র দপ্তর রোববার জানিয়েছে, ওয়াশিংটন ভারত এবং পাকিস্তান উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র রয়টার্সকে ইমেইলে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, আমরা ভারত এবং পাকিস্তান সরকারের সঙ্গে একাধিক স্তরে যোগাযোগ রাখছি। যুক্তরাষ্ট্র সব পক্ষকে একটি দায়িত্বশীল সমাধানের জন্য একসঙ্গে কাজ করার জন্য উৎসাহিত করছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, এমন পরিস্থিতিতে ওয়াশিংটন ভারতের পাশে আছে এবং পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায়। হামলার পর সৌদি আরব এবং ইরান মধ্যস্থতার প্রস্তাব দিলেও ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, তিনি আত্মবিশ্বাসী যে ভারত ও পাকিস্তান নিজেরাই এটা সমাধান করবে। ভারতে ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ : পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ভারত মিথ্যা এবং বিভ্রান্তিকর খবর প্রচারের জন্য ডন নিউজ, সামা টিভি, আরি নিউজ, জিও নিউজসহ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ করা ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে-ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াইনিউজ, বোল নিউজ, রফতার টিভি, দ্য পাকিস্তান রেফারেন্স। এছাড়া নিষিদ্ধ করা হয়েছে-জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজয়ের ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনিব ফারুক, সুনো নিউজ, রাজি নামা। ভারতের সরকারি সূত্র জানিয়েছে, এসব ইউটিউব চ্যানেল ভারত, ভারতীয় সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে উসকানিমূলক, সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু, মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছিল, যা প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনার আবহে পরিস্থিতি আরও ঘোলাটে করছিল।