মানুষ কষ্টে আছে, সেই অনুভূতি থেকে তাদের পাশে দাঁড়িয়েছি: সালমা ইসলাম

২১ ডিসেম্বর, ২০২২ | ৫:৩৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, ভোটের জন্য নয়, শীতার্ত অসহায় মানুষ কষ্টে আছে, তাই সেই অনুভূতি থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। বুধবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা কোর্টভবন চত্বরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলাম সমাজের বিত্তবান শ্রেণিকে শীতার্ত অসহায় মানুষে পাশে দাঁড়ানোর আহবান জানান। জাতীয় পার্টির নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, মনে রাখতে হবে দেশ ও জনগণের জন্য আমরা রাজনীতি করছি। জাতীয় পাটি উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বাস করে। এদিন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি সকাল থেকে দিনব্যাপী উপজেলার কলাকোপা, বান্দুরা, যস্ত্রাইল, শিকারীপাড়া, নয়নশ্রী, বারুয়াখালী, জয়কৃষ্ণপুর এই সাতটি ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শীতার্ত মানুষের কয়েক হাজার মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. বোরহান উদ্দিন, আসাদুজ্জামান চৌধুরী রানা, নারী নেত্রী আসমা আক্তার রুমি, তানজিন আহমেদসহ জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতারা।