স্পেন ও পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট

২৮ এপ্রিল, ২০২৫ | ৭:৫৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

স্পেন ও পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এতে অন্ধাকারাচ্ছন্ন হয়ে পড়েছে দেশ দুটি। খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটে স্পেনের রাজধানী মাদ্রিদের সড়কবাতি নিভে যাওয়ায় সেখানে লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। স্পেনের বিদ্যুৎ বিভাগ দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অবিলম্বে এ সমস্যা নিরসনে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। পাশাপাশি এর কারণ উদঘাটনেও তদন্ত চলছে। দেশটির জাতীয় রেলওয়ে কোম্পানি ‘রেনফে’ জানিয়েছে, স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটা) বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এতে দেশের সব ট্রেন বন্ধ হয়ে গেছে। রয়টার্স নিউজ এজেন্সি জানিয়েছে, পর্তুগিজ পুলিশ বলছে, দেশজুড়ে ট্রাফিক লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজধানী লিসবনের পাশাপাশি পোর্তোতেও মেট্রো বন্ধ রয়েছে এবং ট্রেন চলাচল করছে না।