ডাস্টবিনে মিলল নবজাতকের লাশ

কিশোরগঞ্জের ডাস্টবিনে ফেলে রাখা মিষ্টির কাপড়ের ব্যাগে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় মুণ্ডহীন এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে শহরের ফার্মের মোড় এলাকার ডাস্টবিন থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, কিশোরগঞ্জ শহরের গাইটাল ফার্মের মোড় এলাকার ডাস্টবিনে কে বা কারা মিষ্টির কাপড়ের ব্যাগের ভেতর কালো কাপড় দিয়ে মুড়ানো নবজাতকের মুণ্ডহীন দেহ ফেলে রাখে। কুকুরকে ব্যাগটিকে নিয়ে নাড়াচাড়া করতে দেখেন আশপাশের লোকজন। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টার দিকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, ভূমিষ্ঠ হওয়ার পরপরই কেউ মিষ্টির কাপড়ের ব্যাগে ভরে নবজাতকের লাশটি ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।