ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে উদ্বেগ

১৯ ডিসেম্বর, ২০২২ | ৯:১৯ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়ে দেশটির পক্ষ থেকে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের কাছে উদ্বেগ জানানো হয়েছে। মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু এক বৈঠকে ঢাকায় শাহীনবাগের ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা প্রসঙ্গ উত্থাপন করেন। এ সময় পিটার হাসের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথা বাংলাদেশের রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিষয়টি ঢাকাকে অবহিত করেছেন। এদিকে, সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেছেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় গত ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মায়ের ডাকের সঙ্গে তার পূর্বনির্ধারিত বৈঠক শেষ করেন। রাষ্ট্রদূত যেখানে ছিলেন, প্রতিবাদকারীরা ওই ভবনটিতে প্রবেশের চেষ্টা করায় বৈঠকটি বিঘ্নিত হয়। আরও কয়েকজন প্রতিবাদকারী রাষ্ট্রদূতের গাড়ি ঘিরে রাখে। মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, ‘আমরা বিষয়টি বাংলাদেশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেছি। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কাছেও বিষয়টি তুলেছি’। মুখপাত্র আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কেন্দ্রীয় বিষয় হলো মানবাধিকার। এ কারণে মার্কিন দূতাবাস মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে। মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করে থাকে। বিগত কয়েক বছরেও মায়ের কান্না সংগঠনের কেউ যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেননি।