বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তেজনা, ৩৫০ পুলিশ মোতায়েন

১৯ ডিসেম্বর, ২০২২ | ১২:২২ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় দেড় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার রাত ৯টায় আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ম্যাচটি জেলার বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হবে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সমর্থকদের মধ্যে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পুলিশকে সর্তক অবস্থায় রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরে মোতায়েন করা হয়েছে ডিবি ও থানা পুলিশের দেড়শতাধিক সদস্য। এ বিষয়ে পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন বলেছেন, খেলা চলাকালীন জেলা গোয়েন্দা পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করবে। নিয়মিত টহল দলের পাশাপাশি ডিবি ও থানা পুলিশের একাধিক টিম শহরের যে সকল জায়গায় বড় পর্দায় খেলা দেখানো হবে সেসব জায়গায় নজরদারি করবে। তিনি আরও বলেন, পুলিশ লাইন্সে থাকা পুলিশের সদস্যদেরকে সর্তক অবস্থায় রাখা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে দেড় শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল পুলিশ। মূলত ফাইনাল ম্যাচের আগেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।