প্রবেশ নিষেধ, বাজার বসিয়ে বিএনপি নেতার চাঁদাবাজি

‘এই জমি ও অবকাঠামোর মালিক জেলা পরিষদ, ঢাকা। ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’ সতর্কতা সংকেত সাইনবোর্ড থাকার পরও দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে বাজার৷ বিশেষ করে বিএনপি কয়েকজন নেতা সেখানে বাজারের নামে প্রতিদিন উঠাচ্ছেন চাঁদা। যা ভাগবাটোয়ারা করে নিচ্ছে বিএনপির রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা ৷ অবকাঠামোটিতে পূর্বে আর্মি ক্যাম্প নামে বেশ জনপ্রিয় থাকলেও এখন হিজলতলা ডায়াবেটিস বাজার নামে সর্বত্র পরিচিত। সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া মৌজার জেলা পরিষদের সিএস ৫২৫ খতিয়ানভুক্ত ৫০ শতাংশ জায়গা দখল করে মাছ, গরু-মুরগীর মাংসসহ অবকাঠামোর ভেতরে একটি টিনশেড দোকান ও সড়কের পাশে সবজি দোকান বসিয়ে একটি বাজারে পরিণত করা হয়েছে। বাজারের আশপাশের দোকানদারারা জানান, ৫ আগস্টের পর থেকেই বিএনপি সমর্থিত মাহবুব আলম মামুন, মতিউর রহমান চঞ্চল, লিয়াকত আলী অবকাঠামো দখল করে বাজার বসিয়ে নিয়ন্ত্রণ করছেন। এই ৩ জনের নেতৃত্বে তৈরি হয়েছে একটি বাজার নিয়ন্ত্রণ সিন্ডিকেট। এদের নেতৃত্বে বাজারের প্রতিটি দোকান থেকে দৈনিক মোটা অঙ্কের টাকা চাঁদা আদায় করা হচ্ছে বলে জানান। বাজারের সবজি-মাছ বিক্রেতা বিলাল হোসেন, কাল্লু ও রাজুসহ অনেকেই জানান, বাজার দৈনিক প্রতিটি দোকান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ চাঁদা আদায় করেন বিএনপি নেতারা। আদায়কৃত টাকার সিংহভাগ যায় বাজার নিয়ন্ত্রণকারীদের পকেটে। বাজারের অধিকাংশ দোকানদার আগানগর, আব্দুল্লাহপুর, রোহিতপুর, ও কোনাখোলাসহ কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে এককালীন মোটা অঙ্কের অগ্রিম ও প্রতিদিন ২০০-২৫০ টাকা চাঁদা আদায় করা হয়। জেলা পরিষদের জমি দখল করে চাঁদাবাজি হলেও উপজেলা প্রশাসন নীরব। যেন দেখা কেউ নেই এই চাঁদাবাজি। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য মাহবুব আলম মামুনকে মুঠোফোনে পাওয়া না গেলেও সাবেক শুভাঢ্যা ওয়ার্ড সভাপতি লিয়াকত আলী জায়গা দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে বাজার পরিচালনা করছি। শুভাঢ্যা ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ড ইউনিট বিএনপি সভাপতি মতিউর রহমান চঞ্চল জানান, আমি বাজারের বিষয় জড়িত নয় আপনারা অনুসন্ধান করে দেখতে পারেন। তবে যেটুকু জানি এই অবকাঠামোর ভেতরে জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এদিকে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, গত ৫ আগস্টের পর কিছু সহকর্মী মনে করছেন, আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। আমি বলতে চাই, আমরা সরকার গঠন করিনি, সরকারি দলে নেই, এখনও বিরোধী দলেই আছি। যেসব সহকর্মী এ রকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইনের হাতে তুলে দিন। এক আলোচনা সভায় ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভকেট নিপুণ রায় চৌধুরী বলেন, দলের নেতাকর্মী কোনো অপকর্মের সাথে জড়িত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ অবকাঠামোতে প্রবেশ নিষেধ ও দখল করে বাজার স্থাপনের বিষয়ে জেলা পরিষদের সদস্য ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া বলেন, এ বিষয়ে আমি অবগত নয়। প্রায় বাজার নিয়ে অভিযোগ রয়েছে। সরকারি খাস খতিয়ানভুক্ত বা জেলা পরিষদের জমিতে কোনো স্থাপনা জমায়েত নিষিদ্ধ। সেখানে প্রবেশ নিষেধ করা হয়েছে তারপরও যদি কেউ প্রবেশ করে থাকে তাহলে বেআইনি। আমার ঊধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।