একের পর এক ভূমিকম্প আঘাত হানছে ইস্তানবুলে

তুরস্কের রাজধানী ইস্তানবুলে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি কম্পন ৬.২ মাত্রার। দেশটির ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি এই খবর নিশ্চিত করেছে। শহরের ভবনগুলো এসময় ঝাঁকুনিতে কেঁপে উঠলে লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা যায়। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে লোকজনকে প্রবেশ না করার অনুরোধ করেছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করা এবং গাড়ি না চালানোর পরামর্শ দেয়া হয়েছে। ভূমিকম্পের প্রভাব নিরূপণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া। প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় ১২টা ১৩ মিনিটে অনুভূত হয় সিলিভরি জেলায়। এটি ছিল তিন দশমিক ৯ মাত্রার ভূমিকম্প। এরপর একই এলাকায় দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় ১২টা ৪৯মিনিটে। এটি ছিল ৬ দশমিক ২ মাত্রার। আর তৃতীয়টি ছিল চার দশমিক চার মাত্রার। এটি ১২টা ৫১মিনিটে অনুভূত হয়েছে ইস্তানবুলের বুয়ুকসেকমেসে এলাকায়। কর্তৃপক্ষ জানিয়েছে ইস্তানবুলের পশ্চিমাঞ্চলে বুয়ুকসেকমেসে এলাকায় পরে আরও তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।