বীর মুক্তিযোদ্ধাদের অন্য রকম শ্রদ্ধা জানালেন ওসি

১৭ ডিসেম্বর, ২০২২ | ৮:৪১ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বক্তব্য না দিয়ে মঞ্চ থেকে নেমে সামনে বসে থাকা বীর মুক্তিযোদ্ধাদের ‘স্যালুট’ দিয়ে শ্রদ্ধা জানান। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ওসির এমন শ্রদ্ধা নিবেদন বীর মুক্তিযোদ্ধাদের আবেগতাড়িত করেছে। ওসির এমন শ্রদ্ধা নিবেদনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্চ থেকে নিচে নেমে আমাদের যে সম্মান প্রদর্শন করেছেন তাতে আমরা অভিভূত। একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন বিরল সম্মানে আমরা আনন্দিত। গত স্বাধীনতা দিবসেও আমরা তার কাছ থেকে এমন সম্মান পেয়েছিলাম। এছাড়া জীবনে আর এমন সম্মান পাইনি। অনুভূতি জানিয়ে জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সামনে বক্তব্য দেওয়ার কিছু নেই। তারা জাতীয় বীর। তাদের জন্যই আমরা আজ স্বাধীন। সবারই উচিত বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা। শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক প্রমুখ। উল্লেখ্য, গত ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে একইভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান প্রদর্শন করে প্রশংসা কুড়ান ওসি মিজানুর রহমান।