নবাবগঞ্জে বিজয় দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা

১৬ ডিসেম্বর, ২০২২ | ৮:৩৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার প্রথম প্রহরে ঢাকার নবাবগঞ্জে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির পক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের নেতৃতে নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, মহিলা পার্টি, যুবসংহতি, কৃষক পার্টি ও ছাত্রসমাজ এ শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া নবাবগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক গণপরিষদ সদস্য আবু মোহাম্মদ সুবেদ আলী, শাহ আবু বকর সিদ্দিক, আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলুর নেতৃত্বে উপজেলা পরিষদ, মতিউর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন, সিনিয়র এএসপি মো. আরিফুল ইসলাম ও ওসি সিরাজুল ইসলামের সঙ্গে নবাবগঞ্জ থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুর রহমান সিকদারের নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড করম আলী, ঢাকা জেলা সভাপতি কমরেড আব্দুল বারেক, সাধারণ সম্পাদক আজহারুল হক, আব্দুল জলিল ঢাকা ওয়ার্কার্স পার্টি, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হাজী ইব্রাহীম খলিলের নেতৃত্বে উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, আহবায়ক সাদের হোসেন বুলু, যুগ্ম আহবায়ক শেখ মেহেদী হাসান স্বপনের নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগ, দোহার নবাবগঞ্জ কলেজ, নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহিদ বেদীতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এছাড়া নবাবগঞ্জ পাইলট স্কুল মাঠে উপজেলা প্রশাসন কুচকাওয়াজ আয়োজন করে।