মিষ্টি বিনিময়ের মাধ্যমে বিজয়ের আনন্দ ভাগাভাগি করল বিজিবি-বিএসএফ

১৬ ডিসেম্বর, ২০২২ | ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

মিষ্টি বিনিময়ের মাধ্যমে মহান বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করেছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুক্রবার দুপুর ১২টায় দিনাজপুরের হিলি চেকপোস্টের শূন্যরেখায় মিষ্টি বিনিময় করে। প্রথমে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুব হোসেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সুরেশ চন্দ্রের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। এরপর বিএসএফ ক্যাম্প কমান্ডার সুরেশ চন্দ্র বিজিবির ক্যাম্প কমান্ডার মাহাবুব হোসেনের হাতে মিষ্টির প্যাকেট দিয়ে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন দিবসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করে থাকে। এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবসে বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি বিনিময় করা হয়েছে।