দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ
২১ এপ্রিল, ২০২৫ | ৮:০৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ। দ্বিতীয় দিনের খেলা শেষে ২৫ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠ সিলেটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার কারণে ১৯১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে গতকাল প্রথম দিনের শেষ বিকেলে বিনা উইকেটে ৬৭ রান করা জিম্বাবুয়ে আজ দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে ২৭৩ রানে অলআউট হয়। দলের হয়ে ৫৯ ও ৫৭ রান করে করেন স্যাম উইলিয়ামস ও ব্রাইন বেনেট। বাংলাদেশ দলের হয়ে ৫২ রানে ৫ উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ। ৩ উইকেট নেন নাহিদ রানা। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওপেনার সাদমান ইসলাম অনিকের উইকেট হারিয়ে ৫৭ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। এখনও ২৫ রানে পিছিয়ে স্বাগতিকরা।