এখনও ৫৯ শতাংশ মেয়ে বাল্যবিয়ের শিকার

১৫ ডিসেম্বর, ২০২২ | ১২:১৭ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

সুশিক্ষিত, সুস্বাস্থ্যবান ও পরিকল্পিত জনগোষ্ঠী গড়ে তোলার ক্ষেত্রে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের কাজগুলো এখনও চ্যালেঞ্জিং। একসময় জন্ম বিরতিকরণ বড়ি খাওয়ানো নিয়ে কথা বলা ছিল অপরাধ। আর এখন বাল্যবিয়ে নিয়ে কথা বলা যায় না, ঠেকানো আরও কঠিন। দেশে এখনও ৫৯ শতাংশ মেয়ে বাল্যবিয়ের শিকার হচ্ছে। এই প্রবণতা বন্ধ করতে না পারলে চতুর্থ শিল্পবিপ্লবের জন্য জনশক্তি তৈরির যে পরিকল্পনা সরকার নিয়েছে, তা বাস্তবায়ন নাও হতে পারে। বুধবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদের জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অ্যাডভোকেসি সভায় এ খাতের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মীরা এসব কথা বলেন। পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. মুহম্মদ নওশাদ খান, চট্টগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (পোর্ট ক্লিয়ারিং) খোরশেদ আলম, পাঁচলাইশ থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা হাসনাত প্রমুখ। সভায় মাঠ পর্যায়ের কাজের সঙ্গে জড়িত কয়েকজন এনজিও কর্মকর্তা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। সভার কার্যক্রম পরিচালনা করেন ডা. ছেহেলী নার্গিস।