রাজধানীতে মাদক চোরাকারবারি গ্রেপ্তার
১৫ এপ্রিল, ২০২৫ | ৯:৩৯ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

রাজধানীর নিউমার্কেট এলাকায় মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বাবুপুরা গলির সন্ধ্যানী চক্ষু হাসপাতাল ভবনের পশ্চিম পাশ থেকে সাবিনা জেসমিন (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ। নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন জানান, সাবিনা ভাসমান মাদক চোরাকারবারি। এলাকায় ঘুরে ঘুরে মাদক বিক্রি করতেন। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি কামরাঙ্গীচর এলাকায় থাকেন। তিনি জানান, শরীরে বিশেষ কায়দায় মাদক বহন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।