ফিলিস্তিনে যেতে চান সিলেটের ১শ নার্স

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর চলমান হামলায় আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চান সিলেটের ১শ নার্স। স্বেচ্ছাসেবী হিসেবে সেখানে কাজ করতে সরকারের সহযোগিতা চেয়ে রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি জমা দেন নর্থ ইস্ট নার্সিং কলেজের রেজিস্টার্ড মিডওয়াইফ আয়শা সিদ্দিকা প্রিয়া। ইতোমধ্যে সিলেট বিভাগ থেকে গঠিত দেশের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের নার্স ও নার্সিং শিক্ষার্থীদের নিয়ে ১শ জনের একটি টিম করা হয়েছে। নার্সিং শিক্ষার্থীরা বলেন, আমরা গাজাতে যেতে চাই হতাহত মানুষের বিনামূল্যে সেবা দিতে। যেহেতু আমরা মেডিকেল পারসন, যুদ্ধে অংশ নিতে না পারলেও যারা আহত হয়েছেন তাদের সেবা দিতে পারব। সিলেট বিভাগ থেকে গঠন করা এই টিমে দেশের বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন। সরকারের সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টাসহ ৬ উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পাশাপাশি স্মারকলিপিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করা হয়।