‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে জুলাই বিপ্লবে আহতরা

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ইসরায়েলের নির্মম আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে মিছিল-সমাবেশে যোগ দেন জুলাই বিপ্লবে আহত হয়ে চিকিৎসাধীনরাও। শনিবার (১২ এপ্রিল) বিকালে রাজধানীর শাহবাগ মোড়সহ আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’সহ নানা স্লোগানে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায়ও গাজাবাসীর পাশে দাঁড়াতে ব্যর্থ হননি তারা। হুইলচেয়ারে করে, মাথায় ফিলিস্তিনের পতাকা বেঁধে শাহবাগে এসে উপস্থিত হন তারা। আহতরা বলেন, ‘হাসপাতালের বেডে শুয়ে ছিলাম। পাশের সড়ক থেকে ‘নারায়ে তাকবির’ ধ্বনি শুনে আর থাকতে পারিনি। একবার স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে আহত হয়েছি, এবার সুযোগ পেলে ফিলিস্তিনের পক্ষেই জীবন উৎসর্গ করব।’ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণজমায়েতে বক্তারা গাজায় চলমান হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত মানবিক করিডোর খোলার দাবি তোলেন। একইসাথে বাংলাদেশের তরুণ সমাজকে আরও সোচ্চার ও প্রতিবাদমুখর হওয়ার আহ্বান জানান তারা।