পাকিস্তানের অনুরোধ রাখল সৌদি আরব

১১ এপ্রিল, ২০২৫ | ১০:৫৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

পাকিস্তানের আরও ১০ হাজার নাগরিককে হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এ ব্যাপারে যোগাযোগ হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান হজযাত্রীদের জন্য হজ কোটা বাড়ানোর একটি বিশেষ অনুরোধ করেছিল। এই অনুরোধটি তাদের জন্য করা হয়েছিল, যারা নির্ধারিত সময়ের মধ্যে হজের জন্য নিবন্ধন করতে পারেননি। তথ্য মন্ত্রণালয় বলছে, পাকিস্তানের এই অনুরোধ সৌদি কর্তৃপক্ষ গ্রহণ করেছে এবং পাকিস্তানের জন্য হজ কোটায় সম্প্রসারণের অনুমোদন দিয়েছে। তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন আরও ১০ হাজার পাকিস্তানি নাগরিক হজের সৌভাগ্য লাভ করবেন। এবার চাঁদ দেখাসাপেক্ষে জুন মাসের ৫ বা ৬ তারিখে হজ পালিত হবে। সারা বিশ্ব থেকে ২০ লক্ষাধিক মুসলিম এবার হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।