আগুনে পুড়ল রাঙ্গুনিয়ায় সরকারি বাগান

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দক্ষিণ নিশ্চিন্তাপুরে সরকারি বাগানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ একর বাগান পুড়ে গেছে। রোববার (৬ এপ্রিল ) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এনরিচমেন্ট সরকারি বাগানের বিভিন্ন প্রজাতির গাছের চারা, জীব বৈচিত্র্য, বন্যপ্রাণীর আবাসস্থলসহ প্রায় ৮ একর বাগান পুড়ে গেছে বলে জানা যায়। কোদালা বন বিট কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান জানান, এখানে প্রায়ই ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা মূলত এ ঘটনাগুলো ঘটায়। এবারের অগ্নিকাণ্ডে ২০২৩ সালে করা একটা বাগান পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) সুজন হালদার জানান, এ বিষয়ে থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।