সাত শব্দের পদত্যাগপত্র লিখে কর্মীর পদত্যাগ

সাধারণত প্রতিষ্ঠান পরিবর্তন বা চাকরি ছেড়ে দেওয়ার সময় প্রাথমিক কাজগুলোর মধ্যে একটি হলো আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেওয়া। এসব পদত্যাগপত্রে কর্মীরা তাদের চাকরীকালীন সমর্থন এবং নির্দেশনার জন্য তত্ত্বাবধায়ক এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এগুলোতে প্রায়শই যোগাযোগ রাখার প্রতিশ্রুতি এবং কখনও কখনও ভবিষ্যতে সহযোগিতার জন্য আমন্ত্রণ জানানো হয়। তবে সম্প্রতি এক কর্মচারী একটি অপ্রচলিত পদ্ধতি বেছে নিয়েছেন পদত্যাগের জন্য। তার পদত্যাগপত্রে মাত্র সাতটি শব্দ ছিল। এটি হলো: ‘দাতব্য (চ্যারিটি) অ্যাকাউন্টিং আমার জন্য নয়। আমি পদত্যাগ করছি। ’ ‘অপ্রচলিত’ এই পদত্যাগপত্রটি রেডিটে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এত একজন ব্যবহারকারী ওই ব্যক্তির সহকর্মীর বলে দাবি করে নতুন নিয়োগকর্তার ডেস্কে রেখে যাওয়া নোটের একটি ছবি শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের নতুন কর্মচারী ছিলেন মিয়া, তারপর আমরা তার ডেস্কে এটি পেয়েছি। ’ রেডিট পোস্টটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ব্যবহারকারীরা তাদের নিজস্ব গল্প শেয়ার করেছেন। কেউ কেউ পদত্যাগপত্রটিকে ‘সৎ’ বলে মনে করলেও, অন্যরা এটিকে ‘অভদ্র" বা ‘অপেশাদার’ বলে মনে করেছেন। তথ্যসূত্র: এনডিটিভি