মেক্সিকোতে প্রথমবারের মতো বার্ড ফ্লু আক্রান্ত মানব রোগী শনাক্ত

মেক্সিকোতে প্রথমবারের মতো বার্ড ফ্লু (এইচ৫এন১ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা) ভাইরাসে আক্রান্ত একজন মানব রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। জানা গেছে, উত্তরাঞ্চলীয় ডুরাঙ্গো প্রদেশে তিন বছর বয়সী এক শিশুর দেহে বার্ড ফ্লু শনাক্ত হয়। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মানুষের মধ্যে ভাইরাসটির ব্যাপক সংক্রমণের কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, ভাইরাসটি জনস্বাস্থ্যের জন্য এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি তৈরি করেনি। উল্লেখ্য, কৃষিনির্ভর ডুরাঙ্গো প্রদেশে গবাদিপশু পালনের হার বেশি। ২০২০ সাল থেকে এইচ৫এন১ এর একটি মারাত্মক ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়েছে, যা পোলট্রি শিল্পে ব্যাপক প্রভাব ফেলেছে। ২০২৩ সালে প্রথমবারের মতো গবাদি পশুর মধ্যেও এই ভাইরাস শনাক্ত হয়।