তিন মাসে ৬৮২ ভারতীয়কে দেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র!

৫ এপ্রিল, ২০২৫ | ৮:০৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্র থেকে ৬৮২ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে অধিকাংশই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (৪ এপ্রিল) ভারতের লোকসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করছে ভারত সরকার। যারা ফেরত এসেছেন, তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক কি না, সে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি আরও বলেন, অবৈধ অভিবাসনের সঙ্গে কেউ জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারের অবস্থান এ বিষয়ে কঠোর এবং অনড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড়ের অভিযান শুরু হয়। সেই ধারাবাহিকতায় চলতি বছরেও বহু ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে, শিক্ষার্থী, পর্যটক ও পেশাজীবীদের যুক্তরাষ্ট্রে বৈধ যাতায়াতে কোনো সমস্যা যাতে না হয়, সেদিকেও দৃষ্টি রাখছে মোদি সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র থেকে প্রেরিত ভারতীয়দের তালিকা গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার।